রহমত নিউজ ডেস্ক 17 May, 2023 08:39 PM
বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান, আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, পবিত্র হজ একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এক লক্ষ তেইশ হাজার হাজী মক্কা-মদিনায় যাবেন। এর পূর্বে হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, হজের টীকা, ভিসা - টিকেট প্রসেসিংসহ গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে। এ সকল কাজে যাতে হজযাত্রীগণ কোন প্রকার বিড়ম্বনার শিকার না হতে হয় সেজন্য সরকার কে সচেতন হতে হবে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি বিভিন্ন স্থানে হজের টিকা নিতে গিয়ে হাজিগণ বিড়ম্বনার শিকার হচ্ছেন, সকাল দশটায় হাজিদের বলা হচ্ছে আজকে আর টিকা দেয়া হবেনা, আপনারা চলে যান, আগামীকাল আসবেন। হজযাত্রীদের সাথে এ ধরনের আচরণ কিছুতেই কাম্য নয়। হাজীগণ আল্লাহর মেহমান তাদের ক্ষেত্রে কোনো প্রকার অবহেলা বা গাফিলতি সরকারের জন্য কল্যাণকর হবে না। নারী হাজীদেরকে টিকা দেয়ার জন্য সিস্টার এবং পুরুষ হাজীদের জন্য ব্রাদার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
আজ (১৭ মে) বুধবার বিকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিনের সংকলনায় ‘হজ ও ওমরা পালনের সহজ নিয়ম’ বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, জামিয়া নুরিয়া ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা সাইদুর রহমান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী ও মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী প্রমুখ।